লেখা Select, Cut, Copy, Paste কর

লেখা Select, Cut, Copy, Paste করা



এখন যে বিষয় টি আলোচনা করছি তা হল, কিভাবে লেখা সিলেক্ট, কাটো, কপি, পেস্ট অথবা Delete করা যায়। যারা একটু Advanced, একটু ধর্য্য ধরুন, আশা করি এখানেও নতুন কিছু পাবেন। প্রথমে একটি ওয়ার্ড ফাইল খুলুন। তা্রপর তাতে লিখুন A quick brown fox jumps over the lazy dog অথবা অন্য কিছু যা আপনার মন চায়।




প্রথমেই আমরা শিখবো কিভাবে লেখা Select করে। লেখার ফরমেট বদল করা বা লেখাকে কাটো/কপি/ডিলিট ইত্যাদি করার জন্য লেখাকে Select করতে হয়। যে লেখাকে Select করতে চান তার প্রথমে বা শেষে Click করে Mouse এর বোতাম (Left Key সাধারনত) চেপে রেখে যে পর্যন্ত Select করবেন সে পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিন। যদি একটি Word হয় তবে Double Click করুন, Word টি Select হবে। তিন বার ক্লিক করলে একটি Paragraph Select হয়। Key Board দিয়েও লেখা Select করা যায়। যে লেখাকে Select করতে চান তার প্রথমে বা শেষে Click করে Shift Key চেপে রেখে Key Board থেকে Left/Right/Up/Down Arrow চেপে প্রয়োজন মত Select করে নিন। আর যদি File এর সব লেখাকে একবারে Select করতে চান তবে Key Board Command হচ্ছে Ctrl+A। Ctrl+A শুধু লিখাই না একটি ফাইলের সব কিছুই Select করে।







লেখাকে Copy করার Command :


একই লেখা যদি বার বার লেখার প্রয়োজন হয় তবে আমরা Copy র সহায়তা নেই। কোনো লিখাকে Copy করতে গেলে প্রথমে তাকে Select করতে হয়। তো যে লেখাকে Copy করতে চান তাকে Select করুন। তারপর Ribbon এর Home এ click করে Copy তে click করুন। অথবা সিলেক্ট কৃত লিখার উপর রাইট click করেও Copy পাবেন। কপি করার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+C .




লেখাকে Paste করার Command :


Copy (অথবা Cut) করা লেখাকে কোথাও বসাতে চাইলে Paste করতে হয়। যেখানে লেখা বসাতে চান সেখানে Click করে Ribbon এর Home এ click করে Paste এ click করুন অথবা রাইট click করে Paste আইকনে click করুন। দেখুন আপনার Copy করা লেখাটি Paste হয়েছে। Paste করার Key Board Command হচ্ছে Ctrl+P।




লেখাকে Cut করার Command :


এক জায়গার লেখা অন্য জায়গায় নিয়ে যেতে Cut ব্যবহার করা হয়। যে লেখাকে Cut করতে চান তাকে Select করুন। তারপর Ribbon এর Home এ click করে Cut এ click করুন। অথবা সিলেক্ট কৃত লিখার উপর রাইট ক্লিক করেও Cut করতে পারেন। Cut করার Key Board Command হচ্ছে Ctrl+X।




লেখাকে Delete করা :


কোনো লেখাকে Delete করতে চাইলে Select করে keyboard থেকে Del (Delete) এ চাপুন।




Note:

 লেখাকে Select করার পর Ctrl চেপে ধরে রেখে লেখার উপর ক্লিক করে (না ছেড়ে) টানলে (Draga করলে ) Copy হয়। আর Ctrl না চেপে লেখার উপর ক্লিক করে (না ছেড়ে) টানলে ( Draga করলে) Cut (বা Move ) হয়।






|